• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২০ কোটির কর ফাঁকি সােনুর

সিবিডিটি'র তরফে জানানাে হয়েছে, বলি অভিনেতা সােনু সুদ ও তাঁর সহযােগীদের বাড়িতে তল্লাশি চালিয়ে কর ফাঁকি দেওয়া সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়েছে।

সোনু সুদ (File Photo: IANS)

বলি অভিনেতা সুদ ২০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন-আয়কর দফতরের তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানাে হয়েছে। মুম্বইয়ে সােনু সুদের বাড়িতে তিনদিন ধরে হানা দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

সিবিডিটি’র তরফে জানানাে হয়েছে, বলি অভিনেতা সােনু সুদ ও তাঁর সহযােগীদের বাড়িতে তল্লাশি চালিয়ে কর ফাঁকি দেওয়া সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement

অভিনেতার এনজিও বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আই লঙঘন করে ২.১ কোটি টাকা অনুদান সংগ্রহ করেছে। আপ সরকারের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সােনু সুদ যুক্ত হওয়ার পরই তাঁর বাড়িতে আয়কর দফতর হানা দেয়।

Advertisement

Advertisement