• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ব্যাঙ্কের ভল্ট ভাঙতে ব্যর্থ চোর

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি করতে এসে ভল্ট ভাঙতে ব্যর্থ হল চোরেরা। খড়গপুর লােকাল থানার লছমাপুর গ্রাম পঞ্চায়েত ভবনের দোতলায় এই ঘটনা শনিবার রাতের।

প্রতিকি ছবি (Photo: IANS)

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি করতে এসে ভল্ট ভাঙতে ব্যর্থ হল চোরেরা। খড়গপুর লােকাল থানার লছমাপুর গ্রাম পঞ্চায়েত ভবনের দোতলায় এই ঘটনা শনিবার রাতের। চোরেরা গ্যাসকাটার দিয়ে দরজা কেটে ব্যাঙ্কে ঢােকে। এরপরে তারা ব্যাঙ্কের ভল্ট ভাঙার চেষ্টা করে।

কিন্তু ব্যর্থ হয়। নিজেদের পরিচয় গােপন রাখতে সিসিটিভি’র হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়ে যায়। গ্রাম পঞ্চায়েত প্রধান নান্টু দোলই বলেন, ব্যাঙ্কের প্রবন্ধক রবিবার সকালে ফোন করে আমাকে জানান, দরজার তালা ভাঙা। বােধ হয় চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে।

Advertisement

এখনও ঘটনার কোনও হদিশ পায়নি পুলিশ। ৬ নং জাতীয় সড়কের আগেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় এই ধরনের চুরির চেষ্টা রীতিমতাে দুঃসাহসিক বলেই মনে করছে পুলিশ। কোনও আন্তরাজ্য চঐ লােকাল লােকের। মাধ্যমে এই চুরি চেষ্টা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement