• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধি- চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রের খবর, এদিন বিকেল ৫টা নাগাদ  চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের তিনতলার রামমোহন ব্লকের একটি বাথরুম থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। হাসপাতাল কর্তৃপক্ষই দ্রুত ওই ওয়ার্ড খালি করে দেয়। এদিকে খবর

ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধি- চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রের খবর, এদিন বিকেল ৫টা নাগাদ  চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের তিনতলার রামমোহন ব্লকের একটি বাথরুম থেকে ধোঁয়া বেরতে দেখা যায়।

এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। হাসপাতাল কর্তৃপক্ষই দ্রুত ওই ওয়ার্ড খালি করে দেয়। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।  স্থানীয় বেনিয়াপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘন্টা খানেকের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।