• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

টাকার লোভে অপহরণ করে খুন যুবককে, গ্রেপ্তার কিশোর-সহ চার

বুধবার বারুইপুর থানা এলাকার এক খালের ধারে অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। শুরু হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা।

প্রতীকী ছবি

রাতে দোকান বন্ধ করে এক পরিচিতের সঙ্গে বেরিয়েছিলেন যুবক। তারপর থেকে আর খোঁজ মেলেনি। থানায় নিখোঁজ ডায়েরি করার পর পুলিশ হন্যে হয়ে খুঁজেও মেলেনি যুবকের খোঁজ। অন্যদিকে বুধবার বারুইপুর থানা এলাকার এক খালের ধার থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করতেই জানা যায়, মৃত দেহ নিখোঁজ যুবক সোনু রামের (২৮)।

সূত্রের খবর, কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে জুতোর দোকান রয়েছে সোনুর। গত ৩১ জানুয়ারি রাত ৮টা নাগাদ দোকান বন্ধ করে পরিচিত এক যুবক অনুপ মণ্ডলের সঙ্গে বেরিয়েছিলেন তিনি। বাড়িতে স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন রাতে বাড়ি ফিরে আসবেন। কিন্তু রাত বাড়লেও আর বাড়ি ফেরেননি তিনি। যোগাযোগ করা যায়নি ফোনেও। এরপরেই স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন সোনু রামের স্ত্রী। পরে অপহরণের মামলা রুজু করে তদন্ত করতেই জানা যায় নিখোঁজ অনুপ মণ্ডলও।

অন্যদিকে, বুধবার বারুইপুর থানা এলাকার এক খালের ধারে অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। শুরু হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা। খোঁজ খবর নিতেই জানা যায়, ওই অজ্ঞাত পরিচয় যুবক সোনু রাম। এরপর মৃতের মোবাইল খতিয়ে দেখতেই মেলে সাফল্য। দেখা যায় মৃত সোনুর মোবাইল থেকে অনলাইন মাধ্যমে ১ লক্ষ টাকা পাঠানো হয়েছে সোনারপুরের বাসিন্দা অমিত নস্কর নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। তাকে পাকড়াও করে জেরা করতেই জানা যায়, মৃতের নিখোঁজ বন্ধু অনুপ সোনুর মোবাইল ব্যবহার করে টাকা পাঠিয়েছে। শুধু তাই নয়, তদন্তে উঠে এসেছে জয়নগরের বাসিন্দা এক কিশোরের নামও। এরপরেই অনুপ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, টাকার লোভেই খুন করা হয়েছে জুতোর দোকানের মালিক ওই যুবককে। খুনে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে খোকন বৈদ্য (৩৬) নামে নরেন্দ্রপুরের বাসিন্দা এক যুবককে। সূত্রের খবর, গাড়িতে চাপিয়ে বারুইপুর নিয়ে যাওয়া হয়েছিল সোনুকে। সেই মতো গ্রেপ্তার করা হয় গাড়ির চালক প্রদীপ নায়াবানকেও। যদিও ঘটনায় এখনও অধরা আরও এক অভিযুক্ত রঞ্জন চক্রবর্তী। তবে টাকার লোভেই খুন, নাকি এর পিছনে পুরনো কোনও শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।