বিধানসভা নির্বাচনের প্রচারে আগামী মঙ্গলবার ২ মার্চ বাংলায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ।
ওইদিন তিনি মালদার গাজলে বিজেপির একটি জনসভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর রাজ্যের সিংহভাগ জেলায় যােগীকে দিয়ে সভা করানাের দাবি এসেছে বঙ্গ বিজেপির কাছ থেকে।
Advertisement
সে কারণেই যােগীর বঙ্গ সফর। সবকিছু ঠিকঠাক থাকলে কমপক্ষে এক ডজনেরও বেশি জনসভা করবেন যােগী এই রাজ্যে।
Advertisement
Advertisement



