শতাধিক মহিলা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যােগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র দেবাশিস চৌধুরী।
খড়গপুরের রেল এলাকার ২৬ ও ২৭ নং ওয়ার্ডের এই মহিলারা একসময় বিজেপি করতেন।
Advertisement
কিন্তু বিজেপি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে না দেওয়ায় এবং রেলের আউটহাউসের সমস্যা সমাধান না করায় এই মহিলারা মমতা ব্যানার্জির উন্নয়নের স্লোগানে ভরসা রেখে এদিন তৃণমূলে যােগদান করলেন।
Advertisement
উপস্থিত ছিলেন জয়া দাস, সােমনাথ বিষয়ী প্রমুখ।
Advertisement



