• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সোশ্যাল মিডিয়ায় ‘জ্বালিয়ে দাও নবান্ন’ বলে উস্কানিমূলক মন্তব্য করা তরুণী পেলেন সাময়িক স্বস্তি

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হন সংযুক্তা রায় নামে ওই তরুণী।

নবান্ন। ফাইল চিত্র

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার ঘটনায় অভিযুক্ত তরুণীকে আইনি রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘জ্বালিয়ে দাও নবান্ন’ বলে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করেন। তরুণীর দাবি, তাঁকে পুলিশ মানসিকভাবে হেনস্থা করেছে।

এই ব্যাপারে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হন সংযুক্তা রায় নামে ওই তরুণী। আপাতত তাঁকে আইনি রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, -‘ তদন্তে কোনও বাধা নেই। জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে পুলিশকে নোটিস দিতে হবে’।

Advertisement

আদালত সূত্রে প্রকাশ, উস্কানিমূলক মন্তব্য করায় ওই তরুণীর বিরুদ্ধে ট্যাংরা থানার অভিযোগ দায়ের হয়। তিনি পুলিশি হেনস্থার অভিযোগ তোলায় সেই ব্যাপারে রাজ্যের কাছে কেস ডায়রি তলব করেছেন বিচারপতি। আপাতত আইনি রক্ষাকবচ পাওয়ায় সাময়িক স্বস্তি পেলেন তিনি।

Advertisement

Advertisement