জাঁকিয়ে পড়বে শীত, হতে পারে বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার তেজ কমছে। আবার স্বমহিমায় হাজির হচ্ছে শীত। মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টিতে শীতের শিরশিরানি ফের মালুম পেয়েছে বঙ্গবাসী।

Written by SNS Alipur | January 26, 2022 7:05 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

পশ্চিমী ঝঞ্ঝার তেজ কমছে। আবার স্বমহিমায় হাজির হচ্ছে শীত। মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টিতে শীতের শিরশিরানি ফের মালুম পেয়েছে বঙ্গবাসী। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আরও ঠান্ডা পড়বে। রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি নেমে যাবে। সেই সঙ্গে বৃষ্টিও চলবে আরও দিনদুয়েক।

আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ ৪ ডিগ্রি নামতে পারে বলে জানিয়েছে তারা। তবে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় আরও দিন দুয়েক বৃষ্টির সম্ভাবনা রয়েছে  তার পর থেকে সেখানে পারদ পতন শুরু হতে পারে।

আলিপুরের হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। কলকাতার আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে।

সকালে থাকবে কুয়াশার দাপট। তবে মধ্য মাঘে পারদ পতন হলেও তা খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহবিদরা। বরং এই দফাই শীতের শেষ কামড় কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।