• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পরকীয়ায় বাধা, স্বামীর খাবারে বিষ মিশিয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর খাবারে বিষ মিশিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা।

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর খাবারে বিষ মিশিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পিন্টু ওরাওঁ। তিনি পূর্তদপ্তর কাজ করতেন। শনিবার ভোরবেলা ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পিন্টু ওরাওঁ স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন। দম্পতির দুই সন্তানও রয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর অশান্তি চলছিল। মাঝে মধ্যেই চিৎকারের শব্দ শুনতে পেতেন তাঁরা। পরিবারের অভিযোগ, পিন্টুবাবুর স্ত্রী এক যুবকের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। পিন্টুবাবু বারবার স্ত্রীকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও তিনি তা শোনেননি।

Advertisement

এরপর পিন্টুবাবুর স্ত্রী ও তাঁর প্রেমিক খুনের চক্রান্ত করেন। পরিকল্পনামাফিক শুক্রবার রাতে পিন্টুবাবুর খাবারে বিষ মিশিয়ে দেন তাঁর স্ত্রী। সেই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পিন্টুবাবু। সারারাত ছটফট করতে থাকেন তিনি। সকালের দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বয়ানে অসঙ্গতি থাকায় পিন্টুর ওরাওঁয়ের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরার মুখে স্বামীর খাবারে বিষ মেশানোর কথা স্বীকার করেছেন অভিযুক্ত।

Advertisement

Advertisement