কোভিড ভ্যাকসিন প্রথমদিন মিলবে কোথায় ?

আগামী ১৬ জানুয়ারি থেকে রাজ্যের জেলায় জেলায় মিলবে কোভিড ভ্যাকসিন।২০৮ টি কেন্দ্রে দেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।

Written by SNS Kolkata | January 15, 2021 11:24 am

প্রতীকী ছবি (File Photo: iStock)

আগামী ১৬ জানুয়ারি থেকে রাজ্যের জেলায় জেলায় মিলবে কোভিড ভ্যাকসিন। প্রথমে মােট ৪০০০ ভাকসিন প্রদান কেন্দ্রের মধ্যে ২৫৩ টি কেন্দ্রে দেওয়া হবে ঠিক হলেও পরে তা পরিবর্তন করে ২০৮ টি কেন্দ্রে হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। যার মধ্যে কলকাতায় হবে ১৪ টি কেন্দ্রে। এবার দেখে নেওয়া যাক, ওইদিন কলকাতার কোথায় কোথায় এই ভ্যাকসিন মিলবে।

কলকাতায় :  ১ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৩, এসএসকেএম হাসপাতাল, ৪. এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৫. ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৬. চিত্তরঞ্জন সেবাসদন, ৭. স্কুল অফ ট্রপিকাল মেডিসিন, ৮. ডা , বি সি রায় পােস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্স, ৯, বেলেঘাটা আইডি ও বিজি হাসপাতাল, ১০. ইউ পিএসসি ১১. ১১.ইউ পিএসসি ৩১ , ১২. ইউ পিএসসি ৫৭ , ১৩. ইউ পিএসসি ৮২ , ১৪. ইউ পিএসসি ১১১

হাওড়ায় : হাওড়ায় প্রথমদিন অর্থাৎ আগামী ১৬ জানুয়ারি ৮ টি কেন্দ্রে মিলবে কোভিড ভ্যাকসিন। ১. আমতা আরএইচ, ২. বাগনান আরএইচ, ৩. গাববেড়িয়া এসজিএইচ সাইট -১, ৪. হাওড়া ডিএইচ, ৫. কমলপুর আরএইচ সাইট, ৬. মুগকল্যাণ আরএইচ, ৭. উদয়নারায়ণপুর এসজিএইচ সাইট, ৮. উলুবেড়িয়া এসডিএইচ পিপি ইউনিট সাইট।

হুগলি : কালিতে প্রথমদিন অর্থাৎ আগামী ১৬ জানুয়ারি ১২ টি কেন্দ্রে মিলবে এই কোভিড ভ্যাকসিন। ১. ওল্ড এআরআই ওয়ার্ড জেলা হাসপাতাল, ২. আরামবাগ এসডিএইচ সিসিপি পিপি ইউনিট, ৩. চন্দননগর এসডিএইচ পিপি ইউনিট, ৪. শ্রীরামপুর এসডিএইচ পিপি ইউনিট, ৫. ধনিয়াখালি আরএইচ বিভিএস, ৭. মগরা আর এইচ বিভিএস, ৮. সিঙ্গুর আরএইচ বিভিএস, ৯. তারকেশ্বর আরএইচ, ১০. জাঙ্গিপাড়া আরএইচ, ১১. খানাকুল আরএইচ , ১২. কামারপুকুর বিপিএইচসি।

উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনা প্রথমদিন অর্থাৎ ১৬ জানুয়ারি ১২ টি কেন্দ্রে মিলবে কোভিড ভ্যাকসিন। সেগুলি হল- ১. সল্টলেক এসডিএইচ, ২. হাবড়া এসজিএইচ পিপি ইউনিট, ৩. পানিহাটি এসজিএইচ, ৪. ভাটপাড়া এসজিএইচ, ৫. ৬, বিএন বােস এসডিএইচ, ৬. ডা . জুনিয়র ধর এসডিএইচ, ৭. বারাসত জেলা হাসপাতাল পিপিইউনিট, ৮. মধ্যমগ্রাম আরএইচ, ৯. ছােট জাগুলিয়া বিপিএইচসি, ১০. বাগদা এসসি, ১১. পত্তাবাদ ইউপিএইচসি -৪, ১২. কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল।

বাঁকুড়া : বাঁকুড়ায় প্রথমদিন অর্থাৎ ১৬ জানুয়ারি পাঁচটি কেন্দ্রে মিলবে কোভিড ভ্যাকসিন। ১. বি এসএমপি পিপি ইউনিট, ২. ছাতনা বিপিএইচসি, ৩. অমর কানন আরএইচ, ৪. খাতড়া মহকুমা হাসপাতাল, ৫. সিমলাপাল বিপিএইচসি।

কোচবিহার : কোচবিহারে প্রথমদিন ৯ টি কেন্দ্রে মিলবে কোভিড ভ্যাকসিন। ১. এমজেএন পিপি ইউনিট, ২. দিনহাটা পিপি ইউনিট, ৩. মাথাভাঙ্গা পিপি ইউনিট, ৪. তুফানগঞ্জ পিপি ইউনিট, ৫. মেখলিগঞ্জ পিপি ইউনিট, ৬. নাটাবাড়ি সিএইচসি, ৭. গােসানিমাৰি সিএইচসি, ৮. সিতাই সিএইচসি, ৯. শীতলকুলি সিএইচসি।

উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরে প্রথমদিন ৬ টি কেন্দ্রে মিলবে কোভিড ভ্যাকসিন। ১. রায়গঞ্জ জিএমসিএইচ, ২. ইসলামপুর এসএসএইচ, ৩. ইটাহার আরএইচ, ৪. হেমতাবাদ আরএইচ, ৫. করণদিঘি আরএইচ, ৬ , চাকুলিয়া আর এইচ।

দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুরে প্রথমদিন ৬ টি কেন্দ্রে মিলবে কোভিড ভ্যাকসিন। ১. গঙ্গারামপুর এসডিএইচ পিপি ইউনিট, ২. বালুরঘাট ওল্ড সিএমওএইচ অফিস বিল্ডিং, ৩. হিলি গ্রামীণ হাসপাতাল, ৪, কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল, ৫. বালুরঘাট পিপি ইউনিট, ৬. খাসপুর গ্রামীণ হল।

মালদহ : মালদহে প্রথমদিন ৮ টি কেন্দ্রে মিলবে কোভিড ভ্যাকসিন। ১. বামনগােলা আরএইচ, ২. বেদরাবাদ আরএইচ, ৩. চাচল এসএসএইচ, ৪. হরিশ্চন্দ্রপুর আরএইচ, ৫. মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৬. মানিকচক আরএইচ, ৭, সিলামপুর আরএইচ, ৮. রতুয়া আরএইচ।

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলায় প্রথমদিন ১৩ টি কেন্দ্র থেকে পাওয়া যাবে ভ্যাকসিন। ১. সাদিখানস ডিয়ার গ্রামীণ হাসপাতাল, ২. সালার বিপিএইচসি, ৩. কান্দি এসটিএইচ, 8. লালবাগ এসডিএইচ, ৫. মহেসাইল আরএই, ৬. মুর্শিদাবাদ এমসিএইচ পিপি ইউনিট, ৭. কর্ণসুবর্ণ বিপিএইচসি, ৮. জাদিপুর এসডিএইচ, ৯. সাগরদিঘি আরএইচ, ১০. ডােমকল মহকুমা হাসপাতাল, ১১. বেলডাঙ্গা বিপিএইচসি, ১২. কানাপুকুর আরএইচ, ১৩. জিয়াগ গ্রামীণ হাসপাতাল।

বীরভূম : বীরভূমে প্রথমদিন ৭ টি কেন্দ্রে মিলবে ভ্যাকসিন। ১. সিউড়ি জেলা হাসপাতাল, ২. বােলপুর মহকুমা হাসপাতাল, ৩. সাইথিয়া আরএইচ, ৪. লাভপুর আর এইচ, ৫. ইলামবাজার আরএইচ, ৬. দুবরাজপুর আরএইচ, ৭. বােল পুর পুরসভা।

রামপুরহাট : রামপুরহাট স্বাস্থ্য জেলায় প্রথমদিন ৫ টি কেন্দ্র থেকে মিলবে কোভিড ভ্যাকসিন। ১। নলহাটি আরএইচ, ২, রামপুরহাট পিপিইউনিট, ৩. পাবনার আরএইচ, ৪. মল্লারপুর বিপিএইচসি, ৫. মুরারই আরএইচ।

নন্দীগ্রাম : নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় প্রথমদিন ৬ টি কেন্দ্র থেকে পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন। ১ ভূপতিনার মুগবেড়িয়া আরএইচ -১, ২. মাজনা বিপিএইচসি, ৩. কামাল উপকেন্দ্র, ৪. কাঁথি এসডিএইচ নার্সিং ট্রেনিং সেন্টার, ৫. নিখা এসজি হাসপাতাল পিপি ইউনিট-১, ৬. নন্দীগ্রাম ডিএইচ।