• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

দক্ষিণে উর্ধ্বমুখী তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস নেই

আগামী কয়েকদিন এমনই দুর্ভোগ সহ্য করতে হবে দক্ষিণের মানুষকে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং সবার ঘর্মাক্ত দিন কাটবে।

দক্ষিণবঙ্গের মানুষের চোখে এখন চাতক-দৃষ্টি। এদিকে বৃষ্টির নাম গন্ধ নেই। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, আগামী কয়েকদিন এমনই দুর্ভোগ সহ্য করতে হবে দক্ষিণের মানুষকে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং সবার ঘর্মাক্ত দিন কাটবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি পরিমানে থাকার কারণে অস্বস্তি থাকবে। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ থাকবে উর্ধ্বমুখী।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও অনেক সময় বাকি। ১২ জুন পর্যন্ত বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই।উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা পা রেখেছে। মৌসুমী বায়ু একপ্রকার এখানে আটকে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে উষ্ণ পরিবেশ বজায় থাকবে। তাপমাত্রার পারদ অনেকখানি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এই জেলা গুলিতে মাত্রা ছাড়া গরম অনুভূত হবে। তবে বুধবারের পর আবহাওয়ার বদল হতে পারে। ভিজতে পারে উপকূল সংলগ্ন কিছু জেলা।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেহালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিই চলবে। তবে মালদহ ও দুই দিনাজপুরে তাপমাত্রার পারদ চড়বে।