• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

সব জায়গায় সরকারি বাস চালানো সম্ভব নয়, মন্তব্য পরিবহণ মন্ত্রীর

বৃহস্পতিবার বিধানসভায় একাধিক বিধায়ক বিভিন্ন জেলায় বিভিন্ন রুটে সরকারি বাস পরিষেবা চালু করার ব্যাপারে আবেদন করেছিলেন।

সব জায়গায় সরকারি বাস চালানো সম্ভব নয়। যেখানে পর্যাপ্ত বেসরকারি বাস রয়েছে সেখানে অযথা ভিড় বাড়ানোর দরকার নেই। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দপ্তর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ মেনে একাধিক রুটে বাসের সংখ্যা এবং ট্রিপ বাড়ানোর মরিয়া চেষ্টা শুরু করেছে পরিবহণ দপ্তর। এই প্রসঙ্গেই মন্ত্রী বলেন, যে সমস্ত জায়গায় বেসরকারি বাসের ভালো পরিষেবা রয়েছে, সেখানে সরকারি বাস চালানো সম্ভব নয়। বৃহস্পতিবার বিধানসভায় একাধিক বিধায়ক বিভিন্ন জেলায় বিভিন্ন রুটে সরকারি বাস পরিষেবা চালু করার ব্যাপারে আবেদন করেছিলেন। তাঁদের বক্তব্যের প্রেক্ষিতেই এই মন্তব্য করেন স্নেহাশিস।

বাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন অনেক বিধায়ক। এর উত্তরে পরিবহন মন্ত্রী বলেন, করোনার পরে অনেক রুটে বাস বন্ধ হয়ে গিয়েছে। যে যে রুটে বাস বন্ধ হয়েছে, সেই রুটগুলোর নাম আমাদের পাঠান। আমরা খতিয়ে দেখব। তার পরে ব্যবস্থা নেব। তবে যাত্রী ছাড়া তো বাস চালানো যায় না। ফলে সেটাও দেখতে হবে।

শিলিগুড়ি শহরে যানজট সমস্যা পরিবহন দপ্তর উদ্যোগী হয়েছে বলে স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে ৭০০০ রেজিস্ট্রেশনহীন টোটো নিয়ন্ত্রণের কথা ভাবা হচ্ছে। প্রচুর যুবক নিজেদের সংসার চালানোর জন্য টোটো রাস্তায় নামায়। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে টোটো চালানোয় যানজট হয়। আমরা টোটোর জন্য গাইড লাইন তৈরি করে দিয়েছি। শিলিগুড়ি শহরে রেজিস্ট্রিকৃত ৪০০০ রিক্সা চলে, সেগুলোকে কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সারা রাজ্যের জন্য টোটো পলিসি তৈরির কথা ভাবছে রাজ্য পরিবহন দপ্তর।