পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নতুন ওয়েবসাইট চালু হওয়ায় ফের দেখা যাচ্ছে ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকা। দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দপ্তরের আগের ওয়েবসাইটটি হঠাৎই নিষ্ক্রিয় হয়ে পড়ায় বহু মানুষ ওই তালিকা দেখতে না পেয়ে বিরক্ত হন। অবশেষে নতুন প্ল্যাটফর্ম ceowestbengal.wb.gov.in চালু হওয়ায় আবার উপলব্ধ হল পুরনো তালিকাটি।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২৭ অক্টোবর রাজ্য-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর তথা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দিনক্ষণ ঘোষণা করা হয়। তার পরের দিন থেকেই রাজ্যে শুরু হয় এসআইআর প্রক্রিয়া। আর সেই সময়ই বন্ধ হয়ে যায় দপ্তরের আগের ওয়েবসাইটটি, যার ফলে ২০০২ সালের ভোটার তালিকাটি আর দেখা যাচ্ছিল না। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
Advertisement
অবশেষে নতুন ওয়েবসাইট চালুর ফলে আবারও সহজেই ২০০২ সালের ভোটার তালিকা দেখা সম্ভব হচ্ছে। দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই ওয়েবসাইটে শুধু তালিকা দেখার সুবিধাই নয়, এসআইআর সংক্রান্ত যাবতীয় কাজকর্মও করা যাবে।
Advertisement
উক্ত ওয়েবসাইটে প্রবেশ করলে স্ক্রিনে রাজ্যের সমস্ত জেলার নাম দেখা যাবে। যে জেলায় ২০০২ সালে ভোটার হিসেবে নাম ছিল, সেই জেলার ওপর ক্লিক করলেই সংশ্লিষ্ট জেলার বিধানসভাগুলির তালিকা খুলে যাবে। এরপর প্রয়োজন অনুযায়ী বিধানসভা নির্বাচন করলেই দেখা যাবে সংশ্লিষ্ট এলাকার ২০০২ সালের তালিকা।
দপ্তরের আশা, নতুন ওয়েবসাইট চালু হওয়ায় ভোটার তালিকা সংক্রান্ত পরিষেবাগুলি আবারও সহজ, দ্রুত এবং স্বচ্ছ হবে।
Advertisement



