রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ও বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠকে যোগ দিয়ে নির্বাচন কমিশন থেকে ফিরে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। দু’দিনের বৈঠক শেষে কমিশন সূত্রে জানা যাচ্ছে, এবার রাজ্যে বিধানসভা নির্বাচন এক দফাতেই করানোর দিকে কার্যত এগোচ্ছে নির্বাচন কমিশন।
বর্তমানে রাজ্য জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে, যা শেষ হলেই নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করে ভোটপ্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করবে কমিশন। সূত্রের খবর, ভোটকর্মীর অভাব না থাকলেও বিগত ১৫ বছরের নির্বাচনী অভিজ্ঞতা ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি বিশ্লেষণ করেই এক দফা নির্বাচনের সিদ্ধান্তে উপনীত হয়েছে কমিশন। রাজ্য পুলিশের ভূমিকা থাকবে মূলত আইন-শৃঙ্খলা রক্ষায়, ভোট পরিচালনার মূল দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনীর হাতে।
Advertisement
কমিশনের কাছে বর্তমানে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মজুত রয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক বাহিনী মোতায়েন হতে পারে। রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার লিখিতভাবে পুলিশ বাহিনীর সীমিত সংখ্যার কথা জানানোয় কমিশন সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী নির্ভর নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত করেছে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যে কৌশল ও ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেগুলিই এবার গোটা রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রয়োগ করা হতে পারে।
Advertisement
কমিশন সূত্রের দাবি, এতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে এবং নজিরও তৈরি করবে। এখন নজর ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার পর কবে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়, তবে এক দফাতেই ভোট হওয়ার সম্ভাবনা কার্যত স্পষ্ট বলে মনে করছেন প্রশাসনিক মহল।
Advertisement



