এক ধাক্কায় কমতে চলেছে প্রায় ৪ ডিগ্রি তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা। শীত না এলেও বঙ্গে হেমন্তেই বইতে শুরু করেছে শীতল ফুরফুরে হাওয়া। তার জেরে সকালের দিকে ঠান্ডা আমেজ রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যের উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে দু’দিনের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তারপর থেকে তিনদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Advertisement
উত্তরবঙ্গেও পারদপতনের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরের জেলাগুলিতে আগামী দু’দিনে তিন থেকে চার ডিগ্রি নামতে পারে পারদ। তারপরের তিন দিনে তাপমাত্রার আর হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে।
Advertisement
কুয়াশার কারণে পাহাড়ি জেলাগুলিতে প্রায় ২০০ মিটার পর্যন্ত দৃশ্যমানতা কমতে পারে। রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আনুষ্ঠানিকভাবে শীতের সূচনা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
Advertisement



