• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘অন্যায়ের সঙ্গে আপস নয়, নিষ্ঠার সঙ্গে এগোতে হবে’ — টিএমসিপি’র প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা-অভিষেকের

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত সভায় এদিন প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রশান্ত দাস, ২৮ আগস্ট, কলকাতা— টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে নতুন উদ্দীপনা জাগালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে মমতা স্পষ্ট জানালেন, ‘অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, মাথা উঁচু করে লড়াই করতে হবে।’ তিনি যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার এবং প্রতিটি সংগ্রামে তাঁর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

মমতা লিখেছেন, ‘আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। যে কোনও লড়াইয়ে আমাকে সবসময় পাশে পাবে।’ পাশাপাশি তিনি টিএমসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন ও পুরনো সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই, তাতে তারাও সামিল।’

Advertisement

দিনের অন্য প্রান্তে দলীয় কর্মীদের উদ্দেশে অনুপ্রেরণার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ‘টিএমসিপি তরুণদের, তাঁদের কণ্ঠস্বর উত্থাপন করতে এবং উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। সামাজিক ন্যায়বিচারের দাবিতে বাংলার যুবসমাজের ভূমিকা ঐতিহাসিক।’ প্রতিটি সদস্যের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করে তিনি আহ্বান জানান, ‘নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

Advertisement

উল্লেখ্য, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত সভায় এদিন প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বক্তব্য রাখেন অভিষেকও। বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। তাই শীর্ষ নেতৃত্বের আগাম এই বার্তা রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement