• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আমরা জমিদার নই, মানুষের পাহারাদার: মমতা

২০২১-এর নির্বাচনে এই আসনগুলির মধ্যে একমাত্র মাদারিহাটে বিজেপি জয়লাভ করে। বাকি আসনগুলি শাসকদলের ঝুলিতেই ছিল। এবার গেরুয়া শিবিরের দখলে থাকা সেই মাদারিহাট আসনেও তৃণমূল জয়লাভ করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

ফের রাজ্যের ছয় বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করতেই বিরোধী শিবিরকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মূলত গেরুয়া শিবিরকে উদ্দেশ্য করেই এই আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাশে রয়েছেন বলেই মানুষ তাঁর দলের সদস্যদের ভোটে জিতিয়েছে বলে ইঙ্গিত করেন। সেজন্য বিরোধীদের বাক্যবাণের জবাব দিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা জমিদার নই, মানুষের পাহারাদার’।

প্রসঙ্গত বাংলার উপনির্বাচনে ছয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। এই ছয়টি আসনের মধ্যে রয়েছে মাদারিহাট, সিতাই, তালডাংরা, নৈহাটি, হাড়োয়া ও মেদিনীপুর। মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, নৈহাটিতে সনৎ দে, হাড়োয়াতে রবিউল ইসলাম, সিতাইয়ে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, তালডাংরায় ফাল্গুনী সিংহ জয়লাভ করেন।

Advertisement

২০২১-এর নির্বাচনে এই আসনগুলির মধ্যে একমাত্র মাদারিহাটে বিজেপি জয়লাভ করে। বাকি আসনগুলি শাসকদলের ঝুলিতেই ছিল। এবার গেরুয়া শিবিরের দখলে থাকা সেই মাদারিহাট আসনেও তৃণমূল জয়লাভ করেছে। এই জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল মানুষের পাহারাদার, জমিদার নয়’। সেজন্যই উপনির্বাচনে বিপুল ভোটে এই জয়লাভ সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

Advertisement

শনিবার উপনির্বাচনের ফলাফল জানার পর মুখ্যমন্ত্রী এবিষয়ে এক্স হ্যান্ডেলে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। বলেন,’আমার অন্তরের অন্ত:স্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামির চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা!’

Advertisement