• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর দীপু দাস ঠাকুর, শোকপ্রকাশ মমতার

প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা স্বাধীনতা সংগ্রামী দেবীপ্রসাদ ঠাকুরের পুত্রবধূ দীপু দাস ঠাকুর।

প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা স্বাধীনতা সংগ্রামী দেবীপ্রসাদ ঠাকুরের পুত্রবধূ দীপু দাস ঠাকুর। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। ১০৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের মা দীপু দাস ঠাকুর।

প্রাক্তন কাউন্সিলরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক হ্যান্ডেলে মমতা লিখেছেন, কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বরো চেয়ারপার্সন দীপু দাস ঠাকুরের প্রয়াণে শোকাহত। তিনি ছিলেন আমাদের প্রাক্তন কাউন্সিলর দুলাল দাস ঠাকুরের স্ত্রী এবং বর্তমান কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের মা। আমি শোকসন্তপ্ত পরিবার-পরিজন প্রতি সমবেদনা জানাই।

১০৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর জানিয়েছেন, মায়ের ডায়াবেটিসের সমস্যা ছিল। কিছু দিন ধরে ডায়ালিসিস চলছিল। সোমবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাতে ডায়ালিসিস চলাকালীন মৃত্যু হয়।