বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মধ্যস্থলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’। যার প্রভাব শুরু হয়েছে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ বঙ্গের একাধিক জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয় ভারী বৃষ্টিপাত।
Advertisement
গতকাল রাত থেকে কলকাতায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বহু এলাকা। জল থইথই অবস্থা রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-র। এসএসকেএম-র মেইন ব্লক থেকে শুরু করে কার্ডিওলজি, প্রসূতি বিভাগের সামনে সবচেয়ে বেশি পরিমাণে জল জমেছে। যার জেরে, হাসপাতালে ঢোকা-বেরোনোয় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগী-পরিজনদের। হয়রানির শিকার হতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষজনকে।
Advertisement
ইতিমধ্যেই, হাসপাতাল চত্বর থেকে জল দ্রুতগতিতে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পাম্প বসানো হয়েছে। তবে যে পরিমাণ জল জমেছে তাতে পাম্প চালিয়েও দ্রুত সুরাহা মিলবেনা বলেই মনে করা হচ্ছে। হাসপাতাল চত্বরে জল জমার জেরে সমস্যায় পড়েছেন চিকিৎসকরাও। জল ঢুকে যাওয়ায় কাজ করছে না লিফটও।
Advertisement



