আজ শনিবার, ২৭ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটারদের শুনানি প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচির অংশ হিসেবেই এই শুনানি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তরে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ডাকা হচ্ছে সেই সব ভোটারদেরই, যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ‘ম্যাপিং’ করা যায়নি। রাজ্য জুড়ে এমন ‘আনম্যাপড’ ভোটারের সংখ্যা প্রায় ৩২ লক্ষ। তাঁদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করতেই এই শুনানির ব্যবস্থা।
Advertisement
৩২৩৪টি শুনানি কেন্দ্র, বিধানসভা পিছু গড়ে ১১টি শুনানি প্রক্রিয়া নির্বিঘ্নে চালাতে গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় ৩২৩৪টি শুনানি কেন্দ্র। প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে থাকছে ১১টি করে কেন্দ্র। কমিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকেই আনুষ্ঠানিক ভাবে শুনানি শুরু হবে।
Advertisement
প্রতিটি শুনানি কেন্দ্রে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও), অ্যাসিস্ট্যান্ট ইআরও (এইআরও) এবং নির্বাচন কমিশন নিযুক্ত এক জন করে মাইক্রো রোল অবজার্ভার। শুনানির পুরো প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্ব মূলত এই মাইক্রো অবজার্ভারদেরই।
Advertisement



