শেষ দফার ভােটের আগে ভাটপাড়া আর্য সমাজ মােড়ে পর পর দুটি গাড়িতে আগুন দেওয়ার অভিযােগ উঠল প্রাক্তন বিধায়ক ও বারাকপুর লােকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেখানে ছুটে গিয়েছে। রাত সাড়ে ন’টা নাগাদ অগ্নি সংযােগের ঘটনা ঘটে। গুলি চলেছে বলেও অভিযােগ। রাজ্যের ৯টি কেন্দ্রে লােকসভা নির্বাচনের পাশাপাশি আজ ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন রয়েছে।
Advertisement
আজ অর্জুনের বড়সড় অগ্নি পরীক্ষা। মদন মিত্র বুক চিতিয়ে লড়ছেন অর্জুনের ছেলে পবন সিংয়ের বিরুদ্ধে। অর্জুনও মরিয়া এই আসন ধরে রাখতে। কারণ এই আসনে বিজেপি পরাজিত হলে অর্জুনের সাংগঠনিক ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। হারাতে হবে অনেক কিছু।
Advertisement
Advertisement



