বুধবার অর্থাৎ আজ প্রাথমিকের ৩২ হাজার চাকরি সংক্রান্ত মামলার রায়দান দেওয়া হবে।। দীর্ঘ শুনানির পর বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখে। বুধবার দুপুর ২টো নাগাদ মামলাটি রায়দানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা হাই কোর্ট চত্বরকে। প্রত্যেক গেটে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশের একজন এসি পদমর্যাদার আধিকারিক থাকছেন বলেও জানা গিয়েছে। রায় ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আগে থেকে সতর্ক কলকাতা পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



