সরকারি কর্মচারীদের টিকাকরণ শুরু হবে: মুখ্যসচিব

রাজ্যের সরকারি কর্মচারীদের কোভিডের টিকাকরণ শীঘ্রই শুরু করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Written by SNS Kolkata | February 19, 2021 7:31 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

রাজ্যের সরকারি কর্মচারীদের কোভিডের টিকাকরণ শীঘ্রই শুরু করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র এবং কেরলে করােনা নতুন করে মাথাচাড়া দেওয়ার পরে টিকাকরণ কর্মসুচিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার।

এই মুহূর্তে স্বাস্থ্য দফতরের কর্মী, পুরসভার কর্মচারী, পুলিশের টিকাকরণ চলছে। বৃহস্পতিবার জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সমস্ত দফতরের কর্মচারিদের নাম নথিভুক্ত করার জন্য। ইতিমধ্যেই সাত লক্ষ কর্মচারীকে টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আগামীদিনে রাজ্যের সমস্ত কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কলেজ অধ্যাপক শিক্ষাকর্মীদের টিকাকরণের কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার।