দক্ষিণ দিনাজপুরের শিল্প-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী 

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, কেন্দ্রীয় কোটি কোটি টাকা খরচের পরেও জেলায় ভালাে কোন মঞ্চ তৈরী হয়নি। যা আছে তাতে সঠিক কাজ হয় না।

Written by SNS Balurghat | February 23, 2021 4:24 pm

প্রাহ্লাদ সিং প্যাটেল (Photo: IANS)

কোটি কোটি টাকা খরচের পরেও দক্ষিণ দিনাজপুরের শিল্প সংস্কৃতির উন্নতি নেই। বালুরঘাট সফরে এসে এই ভাবেই আক্ষেপ প্রকাশ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন শিল্পের মন্ত্রী প্রাহ্লাদ সিং প্যাটেল।

রবিবার সকালে চায়ে পে চর্চার পর সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও মন্ত্রীর কথায় আংশিক সহমত পােষণ করেন জেলার শিল্পীরা।

তাদের দাবী, নাটকের শহরে সংস্কৃতি আছে তবে সঠিক প্ল্যাটফর্ম নেই। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, কেন্দ্রীয় কোটি কোটি টাকা খরচের পরেও জেলায় ভালাে কোন মঞ্চ তৈরী হয়নি। যা আছে তাতে সঠিক কাজ হয় না।

নাট্য ব্যক্তির প্রদোষ মিত্র, কমল দাসরা জানিয়েছেন, জেলার নাটক থেকে শিল্প সংস্কৃতি সবই রয়েছে। কিন্তু সঠিক পরিকাঠামাে পেলে আরও ভালাে কাজ হবে।