রাজ্যে তৈরি হবে আরও দুটি ক্যানসার হাসপাতাল

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যে। আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরির কথা ঘােষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Written by SNS Kolkata | July 1, 2021 12:15 pm

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (File Photo: IANS)

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যে। আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরির কথা ঘােষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। এর মধ্যে একটি তৈরি হবে এসএসকেএম হাসপাতালে। আরেকটি তৈরি হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।

টাটা মেমােরিয়াল ক্যানসার হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করা হবে এই দুটি আনসার হাসপাতাল। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা জানেন রাজ্যের ২৫ শতাংশ ক্যানসার রােগী মুম্বইয়ে টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করাতে যান, বিভিন্ন ক্ষেত্রেই তাদের হয়রানির শিকার হতে হয়।

বিশেষ করে সেখানে গিয়ে অনেককেই থাকা-খাওয়ার অসুবিধায় পড়তে হয়। কেউ কেউ চিকিৎসককে দেখানাের অরিখ পান না। সে কারণেই আমরা টাটা মেমােরিয়ালের সঙ্গে যােগাযােগ করেছিলাম।

মুম্বইয়ে টাটার যে ক্যানসার হাসপাতাল রয়েছে, সেরকমই রাজ্যে আরও দু’টি ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। টাটা মেমােরিয়ালের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই দু’টি তৈরি হবে।