বুধবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে সােনারপুর থেকে ভিড় ডাউন লােকাল ক্যানিং ট্রেনে উঠে বিদ্যাধরপুর স্টেশনের কাছে এসে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান এক যাত্রী অন্যান্য যাত্রীরা রেলের চালক ও গার্ডকে জানালে জখম যাত্রীকে উদ্ধার করে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, জখম ব্যক্তির নাম তাপস মণ্ডল। বাড়ি ক্যানিং জীবনতলা। জখম যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানাে হয়েছে। দুর্ঘটনার খবরে চিন্তিত নিত্যযাত্রীরা। ট্রেনের সংখ্যা না বাড়লে এভাবেই জীবন হাতে নিয়ে জীবিকা বাঁচাতে ভিড় ট্রেনেই উঠতে হবে।
Advertisement
Advertisement
Advertisement



