প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও চলছিল বন্দরে মালখালাসের কাজ। আর তাতেই ঘটলো বিপত্তি। মালবোঝাই কন্টেনার চাপা পড়ে মৃত্যু হল ট্রেলার চালকের। বছর বাইশের মৃত ওই চালকের নাম রোহিত কুমার বলে জানিয়েছে পুলিশ। রাত ১১টা ৪০ নাগাদ ঘটনাটি ঘটেছে নেতাজি সুভাষ বন্দরে।
স্থানীয় সূত্রে খবর, রাতে বন্দরে চলছিল মালবোঝাই কন্টেনার জাহাজ থেকে নামানোর কাজ করছিলেন যুবক। প্রথমে একটি কন্টেনার নামিয়েও ফেলেন তিনি। তবে দ্বিতীয় কন্টেনার নামানোর সময়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ট্রেলারে। ভারী কন্টেনারের ওজন সামলাতে না পেরে ট্রেলার থেকে পিছলে যায় সেটি। সেই ভারী কন্টেনার গিয়ে পড়ে চালকের কেবিনের উপরে। তড়িঘড়ি বন্দরের অন্যান্য কর্মীরা যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেলারের যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।
Advertisement
Advertisement
Advertisement



