ছাতা, রোদচশমা, জলের বোতল, ওয়ারেশ, আর তার সঙ্গে ডাবের জল পুলিশ কর্মীদের হাতে তুলে দিলেন তিনি। আর তার সঙ্গে এই প্রচন্ড গরমে ট্রাফিক পুলিশ কর্মীরা কিভাবে নিজেদেরকে ঠিক রেখে যানশাসন করবেন সে বিষয়েও পরামর্শ দিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
রোদের তাপে পুড়ছে শহর কলকাতা। দুপুরের রোদ গায়ে লাগলে রীতিমতো জ্বালা ধরাচ্ছে। আর এই অবস্থাতেই রোদকে মাথা নিয়ে যানশাসন করছে কলকাতার ট্রাফিক পুলিশ কর্মীরা। বুধবার ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ছাতা, জলের বোতল, সানগ্লাস, ওয়ারেশ তুলে দিলেন কলকাতার পুলিশ কমিশনার। এদিন শহর কলকাতার ১৩-১৪ টি জায়গায় এইরকম ‘সামার কিট’ বা ‘গ্রীষ্ম কালীন সামগ্রী’ বিতরণ করেন কলকাতার নগরপাল। তিলজলা ট্রাফিক গার্ডের অন্তর্গত পরমা আইল্যান্ডের ক্রসিং এর কাছেও এদিন ‘সামার কিট’ পুলিশ কর্মীদের হাতে তুলে দেন তিনি।
Advertisement
একই সঙ্গে তিনি ট্রাফিক কর্মীদের পরামর্শ দেন, জল বেশি করে খেতে হবে, মাথায় ছাতা ব্যবহার করতে হবে। এবং রোদ-চশমাও ব্যবহার করতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরের মতো এ বছরও কিছুদিনের মধ্যেই ট্রাফিক পুলিশ কর্মীদের ডিউটি সময়সীমা কমিয়ে দেওয়া হবে। কারণ ট্রাফিক পুলিশ দীর্ঘক্ষণ রোদের মধ্যে থেকে তাদের ডিউটি সামলান বলে, ট্রাফিক পুলিশ কর্মীদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সুরজিৎ পাল জানিয়েছেন, “সিপি স্যার পুলিশ কর্মীদের মাঝে এসে ‘সামার কিট’ বিতরণ করায় পুলিশ কর্মীরা খুব খুশি হয়েছেন।”
Advertisement
Advertisement



