• facebook
  • twitter
Sunday, 18 January, 2026

আজ সিঙ্গুরে মোদীর সভা

সিঙ্গুর থেকে রাজ্যের শিল্প নিয়ে প্রধানমন্ত্রী বার্তা দিতে পারেন

শনিবার মালদহের পরে রবিবার সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলা জুড়ে সাজ সাজ রব। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। যে জমিতে টাটার গাড়ি কারখানা হওয়ার কথা ছিল, সেই জমির একাংশেই মঞ্চ বাঁধা হয়েছে। সিঙ্গুর থেকে রাজ্যের শিল্প নিয়ে প্রধানমন্ত্রী বার্তা দিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

প্রশাসনিক সভার পাশাপাশি রয়েছে রাজনৈতিক সভাও। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। পৌনে ৩টে নাগাদ তাঁর প্রশাসনিক সভা শুরুর কথা রয়েছে। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রায় ৮৩০ কোটি টাকার শিলান্যাস করার কথা মোদীর। এ ছাড়াও, প্রধানমন্ত্রী সিঙ্গুরের বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করবেন। পাশাপাশি, শিলান্যাস করবেন জলপথ পরিবহণ টার্মিনাল এবং একটি রেল ওভারব্রিজও। তাঁর উদ্বোধন করার কথা জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের। এই রেললাইনটি তারকেশ্বর–বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই নতুন সংযোগের ফলে বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে। সাড়ে ৩টে নাগাদ সিঙ্গুরে জনসভা করবেন মোদী। আজ আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করার কথা রয়েছে তাঁর।

Advertisement

Advertisement

Advertisement