• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ মকর সংক্রান্তি, কলকাতায় ব্যাহত চক্ররেল পরিষেবা

কলকাতা, ১৫ জানুয়ারি: আজ সোমবার মকর সংক্রান্তি। সেজন্য গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। তাঁদের সুবিধার্থে আজ ভোর ৪টে থেকে বন্ধ রাখা হয়েছে চক্ররেল পরিষেবা। টানা ১১ ঘন্টা এই বিধিনিষেধ জারি থাকবে। ফলে দুপুর ৩ টে পর্যন্ত প্রিন্সেপ ঘাট থেকে বাগবাজার ঘাট পর্যন্ত চলছে না চক্ৰরেল। এর জেরে এই সময়ে

কলকাতা, ১৫ জানুয়ারি: আজ সোমবার মকর সংক্রান্তি। সেজন্য গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। তাঁদের সুবিধার্থে আজ ভোর ৪টে থেকে বন্ধ রাখা হয়েছে চক্ররেল পরিষেবা। টানা ১১ ঘন্টা এই বিধিনিষেধ জারি থাকবে। ফলে দুপুর ৩ টে পর্যন্ত প্রিন্সেপ ঘাট থেকে বাগবাজার ঘাট পর্যন্ত চলছে না চক্ৰরেল। এর জেরে এই সময়ে ২০টি ট্রেন উক্ত স্টেশনগুলি দিয়ে যাতায়াত করছে না। যার মধ্যে  ৮টি ট্রেন টালা পর্যন্ত যাতায়াত করছে। আরও চারটি ট্রেন শিয়ালদহ নর্থ স্টেশন পর্যন্ত যাতায়াত করছে।

এছাড়া আরও ৮টি ট্রেনের যাতায়ত নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পূর্বরেল সূত্রের খবর। পাশাপাশি, শিয়ালদহ-বিবাদী বাগ (ভায়া মাঝেরহাট) লোকাল আজ পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়েছে। তবে চক্ররেলের যাত্রীদের একেবারে হতাশ করেনি পূর্বরেল কর্তৃপক্ষ। তাঁদের আজ গন্তব্যে পৌঁছতে বিকল্প যানের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement