• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এবার জেলার পুজোও ভার্চুয়ালি উদ্বোধন করবেন মমতা

মুখ্যমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধন করানাের জন্য জেলায় হুড়ােহুড়ি পড়ে গিয়েছে। বিভিন্ন জেলায় কার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

এবার জেলার পুজোও ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার জেলার পুজো উদ্বোধনের সূচি রাখা হয়েছে। সেই হিসেবে কলকাতা শহরের আগেই জেলার পুজো উদ্বোধন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে।

মুখ্যমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধন করানাের জন্য জেলায় হুড়ােহুড়ি পড়ে গিয়েছে। বিভিন্ন জেলায় কার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে রীতিমতাে প্রতিযােগিতা চলছে।

Advertisement

তবে উদ্বোধনী পুজোর তালিকা প্রস্তুতির তত্ত্বাবধানে রয়েছে জেলাশাসকের টিম। মঙ্গলবার এই নিয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক হয়েছে মুখ্যসচিব ও আধিকারিকদের। কোন জেলায় কোন কোন পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, তার তালিকা তৈরি করা হচ্ছে।

Advertisement

Advertisement