এবার দিঘা যেতেও লাগবে কোভিড রিপোর্ট

দিঘা যেতেও লাগবে কোভিড টেস্টের রিপাের্ট।নাহলে সঙ্গে নিয়ে যেতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট।পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়।

Written by SNS Digha | July 13, 2021 2:37 pm

দিঘা (Photo: Twitter | @SurajSi36685008)

এবার থেকে দিঘা যেতেও লাগবে কোভিড টেস্টের রিপাের্ট। নাহলে সঙ্গে নিয়ে যেতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। সোমবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

সেখানেই পর্যটকদের কোভিড টেস্টের রিপাের্ট অথবা সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। টিকার দুটি ডােজ সম্পূর্ণ হলে তবেই হােটেলে থাকার অনুমতি মিলবে। এর পাশাপাশি একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।

হােটেলের ভিতর কড়াভাবে মানতে হবে কোভিড বিধি। হােটেলের ভিতর কোভিড বিধি লঙ্ঘন হলে তার দায় নিতে হবে কর্তৃপক্ষকে। সেইসঙ্গে হােটেলের বিভিন্ন জায়গায় কোভিড সচেতনতামূলক পােস্টার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই নির্দেশিকাতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।