করােনা আবহে পশ্চিম মেদিনীপুর জেলায় ১১০৮ টি সহায়ক বুথ হবে 

করােনা আবহে বাড়ানাে হচ্ছে বুথের সংখ্যা। পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ছে ১১০৮ টি অস্থায়ী বুথ। পশ্চিম মেদিনীপুর জেলায় আগে বুথের সংখ্যা ছিল ৪২৯০ টি।

Written by SNS West Midnapore | February 7, 2021 1:40 pm

প্রতীকী ছবি (File Photo: IANS)

করােনা আবহে বাড়ানাে হচ্ছে বুথের সংখ্যা। পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ছে ১১০৮ টি অস্থায়ী বুথ। পশ্চিম মেদিনীপুর জেলায় আগে বুথের সংখ্যা ছিল ৪২৯০ টি।

করােনা পরিস্থিতির কারণে প্রতি বুথে ১০৫০ এর বেশি ভােটার থাকবে না। নির্বাচন কমিশনের এই নির্দেশ মেনে এর বেশি ভােটার হলেও সেই বুথ এলাকায় থাকবে অতিরিক্ত বুথ।

পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রশ্মি কমল শনিবার জানান, অস্থায়ী বুথের পরিকাঠামাে গড়ে তােলার কাজ চলছে। এজন্য জেলার প্রতিটি ব্লকের বিডিওদের প্রয়ােজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

জেলাশাসকের নির্দেশ পেয়ে অস্থায়ী বুথের পরিকাঠামাে গড়ে তােলার কাজ শুরু করে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের ব্লক প্রশাসন।