কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা

কয়েকশো বাসিন্দা চলাফেরা করে ওই রাস্তায়। অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন দরকারি কাজে আশপাশের ৭ টি গ্রামের মানুষের একমাত্র ভরসা ওই রাস্তাটি।

Written by SNS Balurghat | June 27, 2022 12:13 pm

খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির সংসদে যাতায়াতের ভালো রাস্তা নেই। নিত্য যন্ত্রণার শিকার হয়ে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা।দক্ষিণ দিনাজপুর জেলার বোয়ালদাড় পঞ্চায়েতের রাজুয়া সংসদের ধর্মপুর এলাকার ঘটনা। রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও বিষয়টি দ্রুত দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিন্তু।গ্রামের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ বাম আমল থেকেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকার রাস্তা। প্রতিদিন কয়েকশো বাসিন্দা চলাফেরা করে ওই রাস্তায়। অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন দরকারি কাজে আশপাশের ৭ টি গ্রামের মানুষের একমাত্র ভরসা ওই রাস্তাটি। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় বর্ষার শুরুতেই জলকাদায় পরিপূর্ণ হয়ে ওঠে রাস্তা। চরম সমস্যায় পড়েন গ্রামের বাসিন্দারা। বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে জানিয়েও কোনো ফল পাননি বাসিন্দারা বাধ্য হয়ে এদিন রাস্তার উপরে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখান মহিলারা। পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু জানিয়েছেন অতি দ্রুত ওই রাস্তা সারাইয়ের ব্যবস্থা করা হবে।