সিবিআই তরফ থেকে চেয়ে পাসপোর্ট পাঠানো হলো অনুব্রত মণ্ডলের পাসপোর্টে

কোনোভাবেই বীরভূম জেলা সভাপতি দেশ ছাড়তে না পারে তার জন্য পাসপোর্ট চেয়ে পাঠানো হয়েছে সিবিআই তরফ থেকে। কিন্তু আধার এবং প্যান কার্ডের জেরক্স জমা নিল সিবিআই।

Written by SNS Kolkata | April 26, 2022 3:50 pm

এবার অনুব্রত মণ্ডলের পাসপোর্ট চেয়ে পাঠালো সিবিআই। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গতি বিধির উপর নজর রাখতে বড়স র পদক্ষেপ নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

যদিও ইতিমধ্যেই অণু ব্ত  মণ্ডলের তরফে জানানো হয়েছে, তার নামে কোনও পাসপোর্ট নেই। সূত্রের খবর, এই প্রভাবশালী তৃণমূল নেতার দাবি মানতে নারাজ সিবিআই ।

তাই আদৌ তার পাসপোর্ট আছে কিনা, তা জানতে সরাসরি পাসপোর্ট দপ্তরে এই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রথমে গরু পাচার উপরে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রত মণ্ডলকে তাদের তদন্তের মুখোমুখি হতে নির্দেশ দিয়েছিল সিবিআই।

কিন্তু অসুস্থ হয়ে ১৭ দিন এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকায় সিবিআই এর মুখোমুখি হতে পারেননি তিনি।

তবে সুস্থ হওয়ায় গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিনার পার্ক এ নিজের ফ্ল্যাটে ফেরেন অনুব্রত।

হাসপাতাল সূত্রে খবর, আগামী ৪ সপ্তাহ তাকে বিশ্রামে থাকার পরামর্শ নেওয়া দেওয়া হয়েছে সেইমতো আগামী ২১ শে মে’র পর তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলে শর্তসাপেক্ষ সম্মতি দিয়েছেন অনুব্রত মণ্ডল।

এই সংক্রান্ত আইনি চিঠি সোমবারই সিবিআই দপ্তর পৌঁছেছে, আর মঙ্গলবার অনুব্রত মণ্ডলের পাসপোর্ট কে পাঠালো সিবিআই।

সূত্রের খবর যাতে কোনোভাবেই বীরভূম জেলা সভাপতি দেশ ছাড়তে না পারে তার জন্য পাসপোর্ট চেয়ে পাঠানো হয়েছে সিবিআই তরফ থেকে। কিন্তু আধার এবং প্যান কার্ডের জেরক্স জমা নিল সিবিআই।