• facebook
  • twitter
Friday, 6 December, 2024

মাধ্যমিকের কন্ট্রোল রুমের ফোন নম্বর প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ

কলকাতা, ১৮ জানুয়ারি: সামনেই মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীরা এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। পরীক্ষার্থীরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে, তার জন্য সব কিছু খুঁটিয়ে দেখার চেষ্টা করছে মধ্যশিক্ষা পর্ষদ। সেরকমই একটা উদ্যোগ নিয়ে মাধ্যমিকের কন্ট্রোল রুমের ফোন নম্বর প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ জানিয়েছে, ছাত্রছাত্রীদের কোনওরকম সমস্যা হলে (০৩৩) ২৩৫৯ ২২৭৭ এবং (০৩৩) ২৩৫৯ ২২৭৮ নম্বর

কলকাতা, ১৮ জানুয়ারি: সামনেই মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীরা এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। পরীক্ষার্থীরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে, তার জন্য সব কিছু খুঁটিয়ে দেখার চেষ্টা করছে মধ্যশিক্ষা পর্ষদ। সেরকমই একটা উদ্যোগ নিয়ে মাধ্যমিকের কন্ট্রোল রুমের ফোন নম্বর প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ জানিয়েছে, ছাত্রছাত্রীদের কোনওরকম সমস্যা হলে (০৩৩) ২৩৫৯ ২২৭৭ এবং (০৩৩) ২৩৫৯ ২২৭৮ নম্বর দু’টিতে যেকোনও সময় ফোন করা যাবে। আগামী ২৭ জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হবে। এবং পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত তা খোলা থাকবে।

এছাড়া, পরীক্ষা সেকশনে ফোন করার জন্য (০৩৩) ২৩২১ ৩২১৬ এবং (০৩৩) ২৩২১ ৩৮৪৪ নম্বর দু’টি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ই-মেল আইডি। ইমেলে যেকোনও অভিযোগ জানানোর জন্য [email protected] আইডিটি ব্যবহার করা যাবে। পাশাপাশি, আগামী বছর মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে। এজন্য স্কুলগুলির কাছ থেকে ১০ টাকার স্ট্যাম্প পেপারে একটি প্রতিশ্রুতিপত্র চেয়েছে পর্ষদ। সেটা পেলেই এবছরের অ্যাডমিট দেওয়া হবে। যদিও পর্ষদের এই দাবিতে অসন্তুষ্ট প্রধান শিক্ষকদের সংগঠন। এটিকে চূড়ান্ত অবমাননাকর বলে ক্ষোভ প্রকাশ করেছে প্রধান শিক্ষকদের সংগঠন।