রবিবার মাঝরাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৮ নম্বর আমকোপা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা আকছড়া গ্রামে আগুন লেগে এক আদিবাসী পরিবারের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ভস্মীভূত পুরাে বাড়ি। পুড়ে ছাই ঘরে থাকা আসবাবপত্র। মারা গিয়েছে বাড়িতে থাকা বেশ কয়েকটি হাঁস, মুরগী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই স্কুল ছাত্রী সহ গােটা পরিবার।
জানা গিয়েছে রবিবার মাঝরাতে হঠাৎই আগুন লেগে যায় জিতেন সরেনের বাড়িতে। মাটির বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান স্থানীয়দের। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে ছাই হয়ে যায় বাড়ির মধ্যে থাকা সমস্ত কিছুই। সব হারিয়ে মাথায় হাত আদিবাসী পরিবারটির।
Advertisement
তবে কি করে ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে তা জানা যায় নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Advertisement
Advertisement



