রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভার চতুর্থ দফার ভোট, তার আগে শেষ লগ্নে তারকাকোচিত প্রচার বিভিন্ন রাজনৈতিক দলের

পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বিধানসভা ভোটের দামামা বেজে উঠছে। রাত পোহালেই অর্থাৎ আগামীকাল ১০ই এপ্রিল শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভার চতুর্থ দফায় ভোট হবে

Written by Arnab Biswas Kolkata | April 9, 2021 8:27 pm

জয়া বচ্চন ও মীনাক্ষী মুখার্জি (Photo@Arnab Biswas/SNS Web)

পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বিধানসভা ভোটের দামামা বেজে উঠছে। রাত পোহালেই অর্থাৎ আগামীকাল ১০ই এপ্রিল শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভার চতুর্থ দফায় ভোট হবে- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা কেন্দ্রে।

ভোটের আগে তাই বিভিন্ন রাজনৈতিক দল জোর কদমে ভোট প্রচার চালিয়েছে। চতুর্থ দফার ভোটের আগে শ্রীরামপুর, উত্তরপাড়া,চন্ডীতলা, হাওড়া,হুগলি তথা অন্যান্য কেন্দ্রে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের এবং চলচ্চিত্র জগতের বিখ্যাত ব্যক্তিত্বদের দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে উক্ত কেন্দ্রের মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচারে অংশগ্রহণ করতে।

তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারে অংশগ্রহন করতে দেখা যায় সমাজবাদী পার্টির রাজ্যসভা সদস্য তথা বলিউডের বিশিষ্ট অভিনেত্রী জয়া বচ্চনকে। তিনি ৭ই এপ্রিল শ্রীরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ও বর্তমান বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের সমর্থনে নির্বাচনী পথসভা করেন। তার আগে শ্রীরামপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী কবীর শঙ্কর বোসের হয়ে নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেছিলেন ভোজপুরি সিনেমার বিখ্যাত অভিনেতা তথা বর্তমান বিজেপি সাংসদ মনোজ তিওয়ারী।

উত্তরপাড়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে উত্তরপাড়া বিধানসভায় প্রচারে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারীকে অপরদিকে উত্তরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাঞ্চন মল্লিকের সমর্থনে কোন্নগরে এক বিশাল জনসভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। শুধু তাই নয় জেলার বিভিন্ন কেন্দ্রে তিনি নিজের দলের প্রার্থীদের সমর্থনে নানাভাবে এগিয়ে আসছেন।

উত্তরপাড়া বিধানসভার সংযুক্ত মোর্চার মনোনীত বাম-প্রার্থী রজত ব্যানার্জীর সমর্থনে ৮ই এপ্রিল কোন্ননগর জোড়াপুকুরের সামনে এক জনসভায় আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা হিসাবে অংশগ্রহণ করেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জি।

এছাড়া বালি বিধানসভার সংযুক্ত মোর্চার বাম মনোনীত প্রার্থী দ্বিপ্সিতা ধরের হয়ে প্রচারে আসেন শ্রীমতি বৃন্দা করাত। চন্ডীতলা বিধানসভায় বিজেপি মনোনীত প্রার্থী ও অভিনেতা যশ দাশগুপ্তের ভোট প্রচারে অংশগ্রহণ করেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী।

এছাড়াও বিভিন্ন পথসভা, মিছিল এবং জনসভায় বিগত কয়েকদিনে বিভিন্ন কেন্দ্রে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিখ্যাত মানুষদের দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামতে এখন শুধু সময়ের অপেক্ষা। এইসকল কেন্দ্রগুলির ভোটের ফলাফল কি হয় এবং মানুষ কোন রাজনৈতিক দল ও প্রার্থীর ওপর আস্থা রাখেন তা দেখার।