মালদায় আসতে পারে বিহারের ভেসে ওঠা দেহ, জেলা প্রশাসনকে সজাগ করল নবান্ন

বিহারের গঙ্গার ঘাটে উদ্ধার হয়েছে শতাধিক করােনা রােগীর পচাগলা দেহ। সৎকার না করে ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে। এমনটাই অনুমান স্থানীয় মানুষজন ও পুলিশের।

Written by SNS Kolkata | May 13, 2021 11:54 pm

নবান্ন (Photo:Twitter@AITCofficial)

বিহারের গঙ্গার ঘাটে উদ্ধার হয়েছে শতাধিক করােনা রােগীর পচাগলা দেহ। সৎকার না করে ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে। এমনটাই অনুমান স্থানীয় মানুষজন ও পুলিশের।

এবার বিহার থেকে গঙ্গা দিয়ে মৃতদেহগুলি প্রবেশ করতে পারে বাংলার মালদায়, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সে কারণে এই নিয়ে নতুন করে যাতে আতঙ্কের সৃষ্টি না হয়, তার জন্য মালদার জেলাশাসক রাজর্ষি মিত্রকে আগে থেকেই সতর্ক করল নবান্ন।

মালদা জেলার মানিকচক হাট ঝাড়খণ্ডের সন্নিকটে। অন্য পাড়ে রাজমহল। প্রতিদিন মানুষজন নদীপথে বিহার-ঝাড়খণ্ডে যান। এছাড়া পারাপার করে ভারী যানবাহনও।

মানিকচক ঘাটে আজ বৃহস্পতিবার থেকে ১০-১২টি নৌকা নদীতে নজরদারির কথা বলা হয়েছে। আগে ভাগেই সতর্ক করা হয়েছে মালদা জেলার পুলিশকে।