• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

শেষ মুহূর্তে রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধি দল

কমিশন সূত্রে জানা যাচ্ছে, তাঁরা রাজ্যে এসে জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এবং কমিশনের নির্দেশিকা আরও একবার স্পষ্ট করে তুলে ধরবেন।

প্রতীকী চিত্র

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বাড়ছে নির্বাচন কমিশনের নজরদারি। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া চালাতে গিয়ে একাধিক ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠে আসায়, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। যদিও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সফর বাতিল হয়েছে, তবে কমিশনের দুই উচ্চপদস্থ আধিকারিকের আগমন নিশ্চিত বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এই বিশেষ দলে থাকছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল।

সূত্রের দাবি, কমিশনের পর্যবেক্ষণে ধরা পড়েছে— বাংলায় এস আই আর-এর কাজের একাধিক ধাপে প্রক্রিয়াগত ত্রুটি ও অবহেলার ছবি। বিশেষ করে ‘আনম্যাপড’ ভোটারদের নিয়ে তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রে অসংগতি সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই রাজ্যে পাঠানো হচ্ছে এই প্রতিনিধি দলকে। তাঁদের মূল লক্ষ্য— এখন থেকে চূড়ান্ত পর্ব পর্যন্ত যাতে আর কোনও গাফিলতি না হয়, তা নিশ্চিত করা।

Advertisement

কমিশন সূত্রে জানা যাচ্ছে, তাঁরা রাজ্যে এসে জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এবং কমিশনের নির্দেশিকা আরও একবার স্পষ্ট করে তুলে ধরবেন।

Advertisement

আগামী ২৪ ডিসেম্বর কলকাতার নজরুল মঞ্চে মাইক্রো অবজ়ারভারদের নিয়ে যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানেও এই দুই আধিকারিক উপস্থিত থাকবেন বলে খবর। শেষ পর্যায়ের কাজ যাতে কোনওভাবেই ভুলের পথে না যায়, সেই বিষয়েই প্রশিক্ষণে বিশেষ জোর দেওয়া হবে।

এদিকে, এস আই আর প্রক্রিয়ায় যাঁদের নাম ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত হয়েছে— প্রায় ৩২ লক্ষ ভোটার— তাঁদের প্রত্যেকের কাছেই আজ শুনানির নোটিস পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। খুব শিগগিরই শুরু হতে চলেছে সেই শুনানি পর্ব।

সব মিলিয়ে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বাংলায় এস আই আর প্রক্রিয়াকে আরও আঁটসাঁট করতে চাইছে নির্বাচন কমিশন। আর সেই কারণেই রাজ্যে এসে সরাসরি নজরদারিতে বসছে কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল— এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Advertisement