ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া ঘিরে চলা বিতর্কের আবহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর সংক্রান্ত অভিযোগ-নিষ্পত্তির সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন আগামী ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ, সংশোধন কিংবা নতুন নাম সংযোজনের আবেদন জানানো যাবে। নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকাকে আরও নির্ভুল ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতেই এই সময়সীমা বৃদ্ধি।
শুক্রবার এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) অনুরোধ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ, গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পুদুচেরির সিইও-দের কাছে।
Advertisement
কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে, সংশোধিত বিজ্ঞপ্তিটি অবিলম্বে সংশ্লিষ্ট রাজ্যের গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করতে হবে। পাশাপাশি, সেই বিজ্ঞপ্তির তিনটি কপি নির্বাচন কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দাবি ও আপত্তি জানানোর সময়সীমা বৃদ্ধির বিষয়টি যাতে সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সে জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থাও করতে বলা হয়েছে রাজ্য নির্বাচন দপ্তরকে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এসআইআর প্রক্রিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্যের নির্বাচন প্রশাসনের ওপর বর্তাবে।
বাংলার শাসকসদল বার বার কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছে এসআইআর-এর সময়সীমা নিয়ে। তৃণমূলের দাবি, তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে কমিশন। এরপর পাঁচের পৃষ্ঠায়
Advertisement
Advertisement



