• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিখোঁজ নাবিকের দেহ উদ্ধার

রাতেই ঘটনাস্থলে ছুটে যান বন্দরেরর আধিকারিকরা। তড়িঘড়ি করে নামানাে হয় ডুবুরি। দুদিন পর অবশেষ রবিবার রাতে উদ্ধার হল নিখোঁজ নাবিকের দেহ।

প্রতিকি ছবি (Photo: iStock)

গত ৩০ অক্টোবর হলদিয়া বন্দরে পণ্য বোঝাইয়ের সময় একটি বিদেশি জাহাজ থেকে ডকের গভীর জলে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলাে জাহাজের সেকেন্ড অফিসার পদমর্যাদার এক নাবিক।

৩০ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১০ টা নাগাদ এই ঘটনা ঘটে। বন্দর সূত্রে জানা গিয়েছিলাে, নিখোঁজ নাবিকের নাম সান উ। মায়ানমারের বাসিন্দা ওই নাবিক। বন্দরের ৯ নম্বর বার্থে ওই জাহাজে আয়রণ ওর অর্থাৎ লৌহ আকরিক বােঝাই করা হচ্ছিল। রাতে পণ্য বােঝাইয়ের পর জাহাজের অফিসার ডক ছাড়ার আগে একটি বিশেষ ধরণের সিঁড়িতে চেপে নব্যতা সার্ভে করতে নেমেছিলেন।

Advertisement

সেই সময় কোনওভাবে পা ফসকে তিনি পড়ে যেতে পারেন বলে মনে করা হয়। রাতেই ঘটনাস্থলে ছুটে যান বন্দরেরর আধিকারিকরা। তড়িঘড়ি করে নামানাে হয় ডুবুরি। দুদিন পর অবশেষ রবিবার রাতে উদ্ধার হল নিখোঁজ নাবিকের দেহ। হলদিয়া বন্দরের ১১ নম্বর বার্থ থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

Advertisement

Advertisement