• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নয়া রূপ পেল অডিটোরিয়াম

হুগলি জেলার চণ্ডীতলার মানুষকে শীতাতপ নিয়ন্ত্রিত ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম উপহার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হুগলি জেলার চণ্ডীতলার মানুষকে শীতাতপ নিয়ন্ত্রিত ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম উপহার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ ডিসেম্বর এই অডিটোরিয়াম উদ্বোধন করা হবে। এই অডিটোরিয়ামের নাম দেওয়া হয়েছে বিদ্যাসাগর সংস্কৃতি সদন। এই অডিটোরিয়াম নতুন করে সাজিয়ে তোলার জন্য প্রায় ২ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে চণ্ডীতলার মানুষের জন্য এই অডিটোরিয়াম নতুনভাবে সেজে ওঠায় খুশি স্থানীয়রা। হুগলি জেলাপরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই কাজ করা হয়েছে। আগে এই এলাকার মানুষকে কোনও অনুষ্ঠানের জন্য অনেক দূরে যেতে হত। অবশেষে এই সমস্যার সমাধান হতে চলেছে। এবিষয়ে হুগলি জেলাপরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সত্যি চণ্ডীতলার মানুষের জন্য একটা বিশেষ উপহার দিয়েছেন।
এখানে ৫০০ মানুষ একসঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী যে সব সময় রাজ্যের মানুষের জন্য কাজ করেন এটা তার একটা প্রমাণ। এই অডিটোরিয়ামের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও হুগলি জেলাপরিষদকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

Advertisement