• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেমারিতে জনস্বার্থ দাবিতে দশ হাজার চিঠি

মেমারি এলাকায় জনস্বার্থ দাবি নিয়ে সরব এলাকাবাসী।প্রতিটি রাজনৈতিক দলের মূল অফিসের ঠিকানায় দশ হাজার দাবি পত্রের পােস্টকার্ড পাঠানাের প্রস্তুতি এলাকাবাসীর।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

একুশে বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকায় এক জনস্বার্থ দাবি নিয়ে সরব এলাকাবাসী। তাই প্রতিটি রাজনৈতিক দলের মূল অফিসের ঠিকানায় দশ হাজার দাবি পত্রের পােস্টকার্ড পাঠানাের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী।

মেমারির পাল্লারােড় ও পালসিট এলাকায় জাতীয় সড়কে নিত্য দুর্ঘটনা ঘটেই চলেছে। এরফলে এলাকার মানুষের ঐ দুই জায়গায় ওভারব্রীজ বা সাবওয়ের দাবি জোরালাে হচ্ছে ক্রমশ।

Advertisement

এরজন্য বিধানসভা নির্বাচনের আগে ‘পার্টির ইস্তেহারে রাখতে হবে জাতীয় সড়কে পালসিট ও পাল্লারোড় চার মাথায় ওভারব্রীজ বা সাবওয়ের কথা এই দাবীতে সব দলের মূল অফিসের ঠিকানায় ১০০০০ পােস্ট কার্ড পাঠাচেছন স্থানীয় মানুষ। তারা চান পথদুর্ঘটনা রােধে ওভারব্রিজ সাবওয়ে দাবির বিষয়ে হােক জোড়ালাে আন্দোলন ।

Advertisement

Advertisement