• facebook
  • twitter
Thursday, 13 February, 2025

রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা

এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

প্রতীকী চিত্র

সরস্বতী পুজোর আগেই রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা। পুজোর দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা চড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি বেড়ে যায়। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ৩–৪ ডিগ্রি বাড়তে পারে হাওয়া অফিসের খবর।

বুধবার ভোরে তাপমাত্রা পৌঁছায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ২–৩ দিনে রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি মাসের শেষে ও ফেব্রুয়ারির শুরুতে রাজ্যের কোনও কোনও এলাকায় তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে প্রবেশ করতে পারছে না উত্তুরে হাওয়া।

তাপমাত্রা বাড়লেও এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কালিম্পং ও দার্জিলিঙে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকবে।