দুবাই-তে ‘মুম্বই গ্লোবাল’ আয়োজিত ‘গ্র্যান্ড ইভেন্ট দুবাই’ শীর্ষক ট্যালেন্ট হান্ট শো-এ ‘মিস এশিয়া ওয়ার্ল্ড ২০২৫ গোল্ড’ খেতাব জিতলেন কলকাতা-র মডেল, অভিনেত্রী সুপর্ণা কুমার। সম্প্রতি মুম্বই এবং দুবাই-র মঞ্চে মোট তিনটি মুকুট তাঁর মাথায় উঠেছে। এর আগে সমাজসেবার জন্য সুপর্ণাকে ‘উড়ান মানব সম্মাননা’ পুরস্কার প্রদান করেছে ‘উড়ান পাঠশালা’।
সম্প্রতি সুপর্ণা-র মাথায় ‘মিস এশিয়া ওয়ার্ল্ড ২০২৫ গোল্ড’ মুকুট পরিয়ে দেন ‘মিসেস ওয়ার্ল্ড ২০০১’ খ্যাত বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রিকর। এর পাশে মুম্বইয়ে ‘হিন্দুস্তান রত্ন অ্যাওয়ার্ড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সম্মানিত হয়েছেন সুপর্ণা। অ্যাকশন ডিরেক্টর টিনু ভার্মার উপস্থিতিতে, সুপর্ণাকে মুকুট পরিয়ে দেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী উদিত নারায়ণ।
Advertisement
‘অখণ্ড ভারত গৌরব অ্যাওয়ার্ড’-ও পেয়েছেন কলকাতার মডেল-সমাজকর্মী সুপর্ণা। মুম্বইয়ে আয়োজিত এই অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে সুপর্ণা-কে মুকুট পরিয়ে দেন বলিউডের অন্যতম সংগীতশিল্পী দীপা নারায়ণ। সুপর্ণার কথায়, ‘এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।’
Advertisement
সুপর্ণা কুমারের বক্তব্য, ‘আমি পুরস্কার কিংবা স্বীকৃতির আশা না করে কাজ করলেও, যাঁরা আমাদের কাজের স্বীকৃতি দেন, তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। কারণ, তাঁরা এই ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের মাধ্যমে, আরও অনেক মানুষকে সমাজসেবার কাজে অনুপ্রাণিত করেন।’
Advertisement



