আরজি করে হাসপাতালে ট্রেনি ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচার, সারা রাজ্যে জাল ঔষধের কারবার অবিলম্বে বন্ধ,স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি বন্ধ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ,স্মার্ট মিটার বাতিল দাবীতে ও রাজ্যে ৮২০৭টি স্কুল বন্ধের প্রতিবাদ সহ জনজীবনের বিভিন্ন দাবিতে ২১শে জানুয়ারি এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে কলকাতায় লক্ষাধিক মানুষের মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।
দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, ওই কর্মসূচির প্রস্তুতিতে দক্ষিণ পূর্ব রেলওয়ের কোলাঘাট থেকে খড়গপুর পর্যন্ত বিভিন্ন স্টেশনে ট্রেন যাত্রীদের মধ্যে ছাত্র-যুবকর্মীরা বুধবার প্রচার অভিযানের কর্মসূচিতে সামিল হন। ইতিমধ্যে গ্রাম-শহরের হাটে-বাজারে সর্বত্র প্রচার চলছে। মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে নারায়ণবাবু জানান। মানুষজন ওই মহামিছিলের খরচ সংকুলানের জন্য স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
Advertisement
Advertisement
Advertisement



