সুব্রত মুখােপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন। প্রেসিডেন্সি জেল হয়ে তিনি বাড়ি ফিরলেন। নারদ কান্ডে গ্রেফতার হওয়ার পর তিনি অসুস্থ হওয়াতে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি গ্রেফতার হয়েছিলেন ১৭ মে। তার সঙ্গে ফিরহাদ হাকিম, মদন মিত্র চট্টোপাধ্যায়কেও গ্রেফতার হতে হয়।
ইতিমধ্যে ফিরহাদ ও শােভন আদালতের নির্দেশে গৃহবন্দি রয়েছেন। এবার সেই পথের পথিক হচ্ছেন সুব্রত মুখােপাধ্যায়। এই খবর লেখা পর্যন্ত একমাত্র মদন মিত্র হাসপাতালে ভর্তি। সুব্রত মুখােপাধ্যায়ের শারীরিক সমস্যা রয়েছে।
Advertisement
রক্ত চাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছিল তার। একাধিক পরীক্ষাও করা হয়েছিল। মঙ্গলবার ৭.৩০ মিনিট নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রেসিডেন্সি জেলে যান সেখানকার আইন নিয়ম শেষ করে তিনি বাড়ি ফিরলেন। বাড়িতে থাকলেও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম করতে পারবেন।
Advertisement
Advertisement



