এসআইআর-এর দ্বিতীয় দফা শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনের কাছে জরুরি চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই পর্যায়ে কোনও গাফিলতি হলে চূড়ান্ত ভোটার তালিকার নিরপেক্ষতা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। চিঠিতে তিনি উল্লেখ করেন, দাবি-আপত্তি ও নথি যাচাইয়ের এই ধাপেই নাকি ‘অতিমাত্রায় অনাকাঙ্ক্ষিত প্রভাব’ খাটানো হচ্ছে।
এমন ধারাবাহিক রিপোর্ট তাঁর কাছে পৌঁছচ্ছে।শুভেন্দুর প্রস্তাব, পুরো প্রক্রিয়াকে কেন্দ্রীয় কর্মী নিযুক্ত মাইক্রো অবজার্ভারের নজরদারিতে রাখতে হবে এবং শুনানি-যাচাই ১০০ শতাংশ সিসিটিভির আওতায় আনা জরুরি। ফুটেজ সংরক্ষণ না হলে কারচুপি ঠেকানো অসম্ভব বলেও দাবি তাঁর। চিঠি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যে নতুন করে উত্তাপ বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের।
Advertisement
Advertisement
Advertisement



