• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সপ্তাহজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, পয়লা বৈশাখেও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

আগামী ১৭ এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়েই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি

ফাইল চিত্র

চৈত্রের শেষবেলায় ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। পয়লা বৈশাখে দুর্যোগের সম্ভাবনা। ধেয়ে আসছে কালবৈশাখী। বেশ কিছু জেলায় শিলা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়েই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা। পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বেশি হবে। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী বুধবার থেকে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। তবে আগামী কয়েকদিনের তাপমাত্রায় খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। ঝড় জল কমলে আবারও রোডের তেজ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement

অন্যদিকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে এইসব অঞ্চলে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

Advertisement